কি আহে আনিসুল হকের নতুন বইয়ে এবং কেন পড়বেনঃ আগুনের পরশমণি কখনো কখনো স্পর্শ করে একটা জাতিকে। কখনো কখনো ব্যক্তিমানুষ এবং সম্মিলিত মানুষ নিজেদের মধ্যে ধারণ করে মহাকাশের বিশালত্ব, অতলান্ত সমুদ্রের গর্জন, মহামানবের চিরকালের অভ্যুদয়-সম্ভাবনা। কখনও কখনও ব্যক্তিমানুষ নিজের ব্যক্তিগত স্বার্থচিন্তার অনেক ওপরে যায় উঠে। কী জাদুস্পর্শে ১৯৬৯ সালে বাংলা ভূখ-ের মানুষ জেগে উঠেছিল মহামহিমায়। বাংলাদেশের প্রতিটা জনপদের মানুষ যেন জেগে উঠেছিল মহাজাগরণে। প্রতিটা রাজপথ হয়ে উঠেছিল মিছিল, প্রতিটা মহল্লা হয়ে উঠেছিল প্রতিবাদী সমাবেশ, প্রতিটা মানুষ হয়ে উঠেছিল একেকজন ভ্যানগার্ড।