কেন লেখা হলো ‘বাবা’ বইটি ?
Category: লেখক কথন
এক অলস দুপুর। টিভি খুলে শুয়ে আছি। টিভিতে মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদের সাক্ষাৎকার চলছে। আসাদ বললেন মুক্তিযুদ্ধের সময় যাঁর যুদ্ধে যাবার মতো অবস্থা ছিল, কিন্তু যায়নি, তাঁর মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই।