ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনের ১২ অধ্যায় !
Category: লেখক কুঞ্জ
শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলাসাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভন্ন অংশে। পিতা রেলওয়েতে চাকরি করতেন। শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ হতে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম হচ্ছে দূরবীন, পার্থিব, বেশি দূরে নয়, মানবজমিন, সাঁতারু ও জলকন্যা ঈগলের চোখ ইত্যাদি। এখানে কিছু সত্য তথ্য এখানে উপস্থাপন করা হলো।