একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে সার্টিফাইড কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডনের লেখা দেশের একমাত্র দ্বিভাষী সেলফ হেল্প বই ‘আনলিশ ইউর ট্রু পটেনশিয়াল’। অধ্যয়ন প্রকাশনীর থেকে প্রকাশিত এই বইটি অন্য সকল বই থেকে ভিন্ন। এই বইয়ে থাকছে গেমস, অনুশীলন, বিভিন্ন ডন সামদানি ইভেন্টের ডিসকাউন্ট কুপন এবং সর্বোপরি আপনার জীবনকে গুছিয়ে নেবার একটি ম্যাপ।
অনলাইনে বইটি অর্ডার করতেঃ http://bit.ly/2RXp75E
বইটি লেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গোলাম সামদানি ডন বলেন, “আমাদের শিক্ষাগত বা পারিবারিক যোগ্যতা যাই থাকুক না কেন, আমাদের সবার মধ্যেই থাকে অপার সম্ভাবনা। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝে পাই না আমাদের সেই সম্ভাবনার জায়গাটি কোনটি। এই বইয়ের মাধ্যমে আমি সেইসব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা জীবনে অনেক কিছু অর্জন করতে চায় তবে কীভাবে সেই সফলতা অর্জন করতে হবে তা জানে না।” লেখক হিসেবে ডনের অভিষেক এইবারই প্রথম নয়। ২০১৬ সালে তার লেখা ৬ টি পকেট বই প্রকাশিত হয়েছিল।