প্রায় দুই যুগের সংগীত ক্যারিয়ার আসিফ আকবরের। সম্প্রতি নায়কও হয়েছেন এই গায়ক। গায়ক, নায়কের পর এবার লেখক হচ্ছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী।
এবারের বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ‘অমর একুশে বইমেলা ২০২০’ আসিফের লেখা ‘পোটকরা টু ম্যানহাট’ নামের একটি বই প্রকাশিত হয়েছে।