আমাদের দৃষ্টিভঙ্গি কী?
“তালা ভাঙার পালা” নির্যাতিত মানুষের গল্প, ধর্ষিত মানুষের গল্প। তালা ভাঙার পালা আসলে নানান পরিস্থিতির শিকার মানুষদের গল্প এবং সমাজ তাঁদের কী চোখে দেখছে, মানুষ হিসেবে নাকি নিজেদের শিকার হিসেবে? তালা ভাঙার পালা দেখতে পায় না এবং শুনতেও পায় না এমন এক নারীর গল্প।