মারজুক রাসেল-এর নতুন বই, দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর।
বই না পড়ে বইয়ের রিভিউ দেওয়া, এর চেয়ে বেশি ক্রিয়েটিভিটি আর কি হতে পারে? সমালোচনা বা আলোচনা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। যারা এই কাজগুলো করে তারা নিজের ক্ষতিই করছে।
অন্যের সমালোচনা করা, অন্যের ভালো-মন্দের চিন্তা করে নিজের সময় নষ্ট করা, এগুলো কোনো চিন্তাশীল মানুষের কাজ নয়। নদীর উপর ব্রিজ তৈরি করলেই উন্নয়ন হবে না, ভাবনার উন্নয়ন ঘটাতে হবে।