শিরদাঁড়াটা বিক্রি করে এইতো আমি আছি বেশ, বিবেকটাকে বন্ধক রেখে দিনে খুঁজি রাতের রেশ। এইতো আমি আছি বেশ, বেঁচে দিয়ে দুঃখ ক্লেশ। বেঁচে দিয়েছি স্বপ্ন দেখা, সস্তার শ্রমে ভাগ্য লেখা। আমার শ্রমে তুমি হাসো, সুখ-বিলাসে সদাই ভাসো, হেসে-খেলে আছো বেশ, আমিও তো আছি বেশ।
কান্না বেচেও হাসি আনতে, হাসি বেচেও আনতে টাকা। কথা বেচেও সুখ কিনতে, বুদ্ধি বেচে মাথা ফাকা, বেচে দিয়ে মাথার কেশ আমিও তো আছি বেশ। ভালোবাসা কেউবা বেচে, কেউবা বেচে ঝলনা, বেচে থাকাই আসল কথা, হিসেব নিকেশ মিলে না। বেচে দিয়ে বাচার আশা আমিও তো আছি বেশ।
comments (0)