কি আছে কমিউনিকেশন হ্যাকস বইয়ে??
কমিউনিকেশন হ্যাকস বইটির মাধ্যমে সহজেই জেনে নিতে পারেন যোগাযোগ সম্পর্কে কিছু টিপস। যোগাযোগ করার জন্য কি অনেক কথা বলতে বা বিস্তারিত টেক্সট করতে হয় নাকি অল্প কথা বা ছোট একটা টেক্সটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায়। এখানে আরো পেয়ে যাবেন কোন জায়গায় আপনার কি কথা বলা উচিত এবং কিভাবে বলা উচিত।
এই বইটিতে লাল, কালো রঙে মার্ক করা রয়েছে জরুরি বিষয়গুলো। যোগাযোগে আপনি কতটুকু দক্ষ জেনে নিতে পারবেন বইয়ে থাকা প্রশ্নের উত্তর দিয়ে। শুধু তাই নয়, এই বইয়ে স্ক্রিন সর্ট দেওয়া রয়েছে, যা আপনার কাজে লাগতে পারে।