বিখ্যাত ব্যক্তিরা আমাদের জীবনের আইকন স্বরুপ। আমরা আমাদের জীবনের সব ধরনের কাজে তাদের লাইফ স্টাইল অনুসরণ করতে চাই। কারণ- বিখ্যাত ব্যক্তিরা তাদের জীবনে সফলতা অর্জন করতে পেরেছেন। কিংবা সফলতা লাভ করতে পেরেছেন বলেই তারা বিখ্যাত হতে পেরেছেন। কিন্তু সব বিখ্যাত ব্যাক্তিদের মাঝে যদি একটা কমন বৈশিষ্ট্য খুঁজে বের করতে বলা হয় তাহলে কী দাঁড়াবে? অবাক হয়ে আবিষ্কার করবেন যে, তাদের মাঝে অধিকাংশই প্রচুর বই পড়তেন।
আচ্ছা, বিশ্ববিখ্যাত ব্যক্তিরা প্রচুর বই পড়ে বুঝলাম। কিন্তু তারা আসলে কী ধরনের বই পড়েন? তাদের পাঠ্যতালিকায় কী ধরনের বই থাকে? বিখ্যাত ব্যাক্তিরা যেহেতু বড় মাপের বই পড়ুয়া এবং তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি সময় বের করতে হয় বই পড়ার জন্য। কাজেই তারা বই পড়েন বেছে বেছে। তাদের পাঠ্যতালিকা পর্যবেক্ষণ করলে দেখা যাবে তারা বই পড়াকে বিনোদনের চেয়েও শিক্ষা গ্রহণের জন্য বেশি গুরুত্ব দেন। তাদের কাছে বই পড়া ব্যাপারটা হলো A gateway to learning and Knowledge.
নিচে কয়েক জন বিখ্যাত ধনীর পাঠ-তালিকা তুলে ধরার চেষ্টা করা হলো-
এলন মাস্ক

রকেট বিজ্ঞানী এলন মাস্ককে(Elon Musk) যখন সবাই জিজ্ঞেস করতে লাগলো, আপনি কিভাবে রকেট তৈরি করা শিখলেন? তিনি কনফিডেন্টলি জবাব দিলেন, I read books. বুঝতেই পারছেন বই পড়া ব্যপারটা কোন মাপের জিনিস!
এলন মাস্কের পছন্দের বই –
১। Benjamin Franklin: An American Life
২। Einstein: His Life And Universe
৩। The Hitchhiker’s Guide to the Galaxy
৪। Zero to One: Notes on Startups, or How to Build the Future
৫। Superintelligence: Paths, Dangers, Strategies
বিল গেটস

যার প্রতি মিনিটে আয়কৃত সম্পদের পরিমান ২২,৯৪৬ ডলার। এই মানুষটার সুনাম আছে তিনি প্রতি সপ্তাহে একটা করে বই শেষ করেন। বছর শেষে তিনি পড়ে ফেলেন ৫০ টার মতো বই। তিনি তৈরি করেছেন তার ব্যক্তিগত ওয়েবসাইট Gates Notes. এখানে তিনি বই পড়া শেষে, তার পড়ার একটা তালিকা আর তার নিজস্ব একটা রিভিউ প্রকাশ করেন। প্রতি বছর তিনি প্রকাশ করেন ওই বছরে তার পঠিত সেরা দশটা বই। এত বড় মাপের একজন বিজনেসম্যান কতটা সময় ব্যয় করেন শুধু বইয়ের পিছনেই!
বিল গেটস-এর পছন্দের বই-
১। Making the Modern World: Materials and Dematerialization’ by Vaclav Smil
২। Stress Test: Reflections on Financial Crises’ by Tim Geithner
৩। The Better Angels of Our Nature: Why Violence Has Declined’ by Steven Pinker
৪। The Man Who Fed the World’ by Leon Hesser
৫। The Rosie Project: A Novel’ by Graeme Simsion
৭। Business Adventures: Twelve Classic Tales from the World of Wall Street” by John Brooks
মার্ক জাকারবার্গ

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও বিল গেটস এর মত আরেকজন বই পড়ুয়া মানুষ। যিনি টেকনোলজি ও কম্যুনিকেশনের পেছনে এত সময় ব্যয় করেও প্রতি দুই সপ্তাহে একটা করে বই শেষ করে ফেলেন। ২০১৫ সালে তিনি রীতিমত বই পড়ার জন্য ‘A year of Books’ নামে একটা একটা ক্লাব খুলে ফেলেন।
মার্ক জাকারবার্গের পছন্দের বই-
১। The Idea Factory: Bell Labs and the Great Age of American Innovation
৪। Einstein: His Life and Universe
মার্ক কিউবান

মার্ক কিউবান(Mark Cuban) এর নাম শুনেছেন নিশ্চয়ই। ইনি একাধারে বিজনেসম্যান, প্রকাশক, টেলিভিশন সেলেব্রিটি, এবং একজন ফিলানথ্রপিস্ট (philanthropist)। তিনি তার প্রত্যাহিক জীবনের ৩ ঘন্টার মত সময় ব্যয় করেন কেবলমাত্র বই পড়ে।
মার্ক কিউবানের পছন্দের বই-
১। How to Win at the Sport of Business (নিজের লেখা বই)
২। Rework
ওয়ারেন বাফেট

বই পড়াকে অন্য লেভেলে নিয়ে গিয়েছেন তিনি। ওয়ারেন বাফেট এর নাম এসেছে পৃথিবীর এক নাম্বার বিনিয়োগকারীর তালিকায় (নতুন বছরের পরিসংখ্যান অনুযায়ী আছেন দুই নাম্বারে)। এছাড়া তাকে ডাকা হয় একজন বিজনেস ম্যাগনেট নাম দিয়ে। তার প্রতি দিনের পঠিত পৃষ্ঠার সংখ্যাই ৬০০ থেকে ১০০০। তিনি তার রোজকার ওয়ার্কিং আওয়ারের শতকরা ৮০ ভাগ সময়ই ব্যয় করেন কেবল বই পড়ে। ভাবতে পারছেন কতটা বই পড়ুয়া মানুষ? আর যারা বিজ্ঞানী বা গবেষক, তাদের তো থাকতেই হয় বইয়ের মাঝে ডুবে।
ওয়ারেন বাফেট-এর পছন্দের বই-
১। The Intelligent Investor by Benjamin Graham
২। Stress Test: Reflections on Financial Crises” by Tim Geithner
৩। The Clash of the Cultures by John Bogle
৪। Business Adventures: Twelve Classic Tales from the World of Wall Street” by John Brooks
৫। How to Win Friends and Influence People
আমাদের পরিচিত এমন অনেক উদাহরণ আছে, অনেক সফল ব্যক্তিবর্গরা কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেল থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রপ আউট করে ফেলেন। কিন্তু তারা কখনোও শেখা বন্ধ করেন না। আর তার জন্য তারা বেছে নিয়েছেন বই পড়াকে।
বই পড়া ব্যাপারটা যে শুধুমাত্র সফলতা লাভের জন্য কিংবা ধনী হওয়ার জন্য প্রয়োজন এমন না। একটা রিসার্চ ওয়ার্কে, স্ট্রেস কমাতে, ডিপ্রেশন থেকে মুক্তি পেতে, স্মৃতিভ্রংশেরর মত মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বই। আমাদের চিন্তা ভাবনার জগতে ওপর বই পড়ার মত অভ্যাস অনেক বড় ধরণের প্রভাব ফেলতে সক্ষম।
তথসূত্র-
১। https://fs.blog/2014/11/elon-musk-book-recommendations/
২। https://www.theinvestorspodcast.com/billionaires-favorite-books-2/
৩। https://mostrecommendedbooks.com/mark-zuckerberg-books
আরও পড়ুন- ব্যবসা শুরুর আগে উদ্যোক্তাদের অবশ্যপাঠ্য ৭ টি বই
ব্যবসা এবং উদ্যোগ সম্পর্কিত বইগুলো দেখতে ক্লিক করুন
1 thought on “কোটিপতিদের বই পড়ার তালিকা”
Pingback: বিল গেটস কিভাবে এতো বই পড়েন? [গুরুত্বপূর্ণ ৪ টি উপায়] - রকমারি ব্লগ