মধ্যবৃত্ত মানুষগুলোকে সবসময় একটা বৃত্তের মধ্যে থাকতে হয়। না সামনে এগোনো যায়, আর না পিছনে ফিরে যাওয়া যায় সেই বৃত্ত থেকে। বৃত্তের মাঝেই মধ্যবৃত্তদের জীবন যাপন। বেদনার রেস্তোরাঁ উপন্যাসটি মধ্যবৃত্ত একটি ছেলে এবং মেয়েকে নিয়ে লেখা!
বিস্ময় হবেন মতিউর রহমান রিয়াদ-এর লেখনীতে, নান্দনিকতার শৈল্পিক স্পর্শ ফুটে উঠেছে তার লেখায়। তাঁর লেখা মানেই যেন বহমান সময়ের দলিল। তাঁর উপন্যাসে নব নব পরিবেশ সৃষ্টি হয়েছে যা পাঠককে নিয়ে যাবে উপন্যাসের শেষ প্রান্তে।