দুঃখবিলাস এমন এক নারীর গ্ল্প, যে দীর্ঘ ২৫ বছর ধরে খাঁচায় বন্দি পাখির মত ছটফট করছে। ঐ নারী জানে হৃদয়ে বাঁধতে না পারলে, শিকলে বাঁধা যায় না।
এই গল্প সেই নারীর, যে মিথ্যা হাসির আড়ালে রক্তাক্ত হৃদয় লুকিয়ে অবিরাম সুখে থাকার অভিনয় করে। কিন্তু সেই রক্তাক্ত হৃদয়ের খোঁজ কেউ রাখে না।