প্রীত রেজার নতুন বই “স্মার্টফোন ফটোগ্রাফি” কি আছে বইয়ে?
এবং এই বইটি কাদের জন্য?
পুরো টুইন টাওয়ার যখন আপনার স্মার্টফোন ক্যামেরায় তখন আর প্রয়োজন কি ডিএসএলআর-এর! জি বেইলিরোড টুইন টাওয়ারের কথা না, কথা হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ারের। সবাই জানেন ডিএসএলআর এ এমন কিছু ফেসিলিটিস আছে যা কখনো স্মার্টফোনে পাওয়া যাবে না।
কিন্তু এখন তো ছবি তোলার প্রয়োজন হলে আর আফসোস করে বলতে হয় না ইশ ক্যামেরাটা কেন যে আনতে ভুলে গেলাম। পকেটে থাকা স্মার্টফোন দিয়ে এখন ফটোগ্রাফাররা ফটোসুট করে ফেলছে অনায়াসে, তাহলে আর চিন্তা কিসের। আপনিও ভালো ফটোগ্রাফি করে ফেলতে পারেন শুধু জানা থাকা দরকার কিছু টিপস। আর টিপস জানতে সহায়ক হতে পারে প্রীত রেজার স্মার্টফোন ফটোগ্রাফী বইটি।