সমসাময়িক সময়ে বাঙালি কমিউনিটিতেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব। অসংখ্য বেকার, তরুণ, গৃহিণীসহ নানান পেশার মানুষ, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করছে। হতে চাইছেন ইউটিউবার! কিন্তু তাদের সামনে সঠিক কোনো দিকনির্দেশনা নেই।
কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, অথবা কিভাবে কাজ করলে দ্রত সাফল্য আসবে? এই সকল সমস্যা সমাধানে অবশ্য প্রয়োজনীয় মোস্তাফিজুর রহমানের ইউটিউব এভরিথিং।