১. মিথ্যা কথা বললে
মিথ্যা বলা মহাপাপ। গবেষণায় দেখা গেছে, মিথ্যা বললে কেবল পাপ হয় না, করোনা ও হয়। যেমন, আপনার হাঁচি কাশি আছে, জ্বর আছে। আপনি মিথ্যা বললেন যে, আমি ভালো আছি। ফলে মানুষজন আপনাকে বিশ্বাস করে, আপনার কাছাকাছি আসবে। তারাও অসুখে আক্রান্ত হবে। তেমনি ভাবে, গুরুত্বপূর্ণ কোনো পদে থাকা ব্যক্তি বললেন যে, করোনা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষ এ কথা বিশ্বাস করলো। তারা বাইরে বের হলো, মাস্ক পরলো না, সামাজিক দূরত্ব মানলো না। ব্যাস, করোনা ছড়িয়ে যাবে আগুনের গতিতে।
২. সত্য গোপন করলে
ধরুন আপনার বাসায় করোনা রোগী আছে। এটা আপনি চেপে গেলেন। কিংবা ইচ্ছা করে, করোনা আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা কম দেখালেন। এতে করে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়বে।
৩. মিথ্যা বড়াই করলে
আমরা করোনার চেয়েও শক্তিশালী কিংবা করোনা সামান্য অসুখ। এই ধরণের মিথ্যা বড়াই বিপদ ডেকে আনে। গবেষণায় দেখা গেছে, যারা এসব বলেছেন, সে সব সমাজে করোনা উল্লেখযোগ্যভাবে ছড়িয়েছে।
৪. অপব্যয় করলে
আপনি যুদ্ধ জাহাজ কিনেছেন, যুদ্ধ বিমান কিনেছেন, অকারণে টাকা নষ্ট করেছেন। অথচ পর্যাপ্ত আইসিইউ ওয়ালা হাসপাতাল করেন নি, এম্বুলেন্স কিনেন নি। এর ফলে করোনা প্রকোপ ভয়ংকর হয়েছে।
৫. WHO -এর কথা না শুনলে
ডব্লিউএইচও বলেছে, মাস্ক পরুন, গ্লাভস পড়ুন, হাত ধোন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। এসব কথা কানে তোলেন নি। আপনার করোনা হবেই হবে। কেউ আটকাতে পারবে না।
*লিখেছেন, আশীফ এন্তাজ রবি
comments (0)