স্বাধীনতা মানে নিজের ভাষায় কথা বলতে পারা।
স্বাধীনতা মানে চড়ুই পাখির বাঁধাহীন হয়ে ওড়া।
স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। সে কঠিন কাজটিই চলুন আমরা সবাই মিলে করি । যে যার কাজ ঠিকমতো করি, যে যার দায়িত্ব ঠিকঠাক পালন করি, নিয়মগুলো মেনে চলি, অন্যায়ের প্রতিবাদ করি, একটি সুন্দর দেশ গড়ি নিজেদের মতো করে।
comments (0)