‘মুক্তিযুদ্ধ’- শুধুমাত্র চারটি বর্ণের একটি শব্দ নয় বরং নিউরনে অনুরণন জাগানো নজরুলের ‘বিদ্রোহী’ কিংবা সুকান্তের ‘আঠারো বছর বয়স’। সহজ কথায়, মুক্তিযুদ্ধ চিরহরিৎ বাঙালি হৃদয়ে এক পবিত্র অনূভুতির মহাকাব্য, যার প্রতিটি অক্ষর লাল। রক্তজবার টকটকে লাল। বহুমাত্রিকতায় ভরপুর ঘটনাবহুল ৯ টি মাস।
একদিকে কুখ্যাত হানাদার বাহিনীর পাশবিকতা, আর অন্যদিকে গেরিলা যুদ্ধে একের পর এক সফলতা। ৫৬ হাজার বর্গ মাইলের এ ভূখন্ডে স্বাধীনতার জন্য ৯ মাসে প্রতিদিন শহীদ হয়েছে প্রায় ১১ হাজার জন! মুক্তির এই যুদ্ধের ১৯৭১-এ বিভিন্ন ছোট-বড় যুদ্ধের পসরা নিয়ে রকমারি হাজির হয়েছে বর্তমান প্রজন্মের সামনে। জন্মযুদ্ধের ইতিহাস গ্রথিত থাকুক সবার হৃদয়ে। মহান মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য কিছু যুদ্ধ, কয়েকজন বীরশ্রেষ্ঠর কাহিনী, অজস্র মানুষের সংগ্রাম আর কষ্টের দিনগুলোর কথা শুনতে থাকুন রকমারি ডট কম নিবেদিত “রণাঙ্গন থেকে মুক্তিরগান”
অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা আজ যে স্বাধীনতা নিয়ে জীবন যাপন করছি তা তিলে তিলে অর্জিত হয়েছে সেই সব মুক্তিযোদ্ধাদের রক্তদিয়ে। মুক্তির জন্য সেই সব যুদ্ধ আমাদের স্পৃহা যোগায় আমাদের দেশকে সুন্দর করে গুছিয়ে তুলতে। এই যুদ্ধ আমাদের গর্ব এবং চেতনার আঁধার। রকমারি ডট কমের এই চেষ্টা নতুন প্রজন্মকে এই গর্ব আর চেতনার কথা জানিয়ে দিয়ে এবং নিজেদের চেনাতে।
1 thought on “শুনুন, স্বাধীনতা যুদ্ধের নির্বাচিত ১০টি রোমহর্ষক যুদ্ধের গল্প”
Great