আপনার জীবনের উদ্দেশ্য কি? হয়তো উত্তরটা আপনার জানা, যদিও দ্বিধা থাকে তবে হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার সেই দ্বিধা কেটে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায়। জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলেছে বাংলাদেশের জনপ্রিয় দুই উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ এবং আয়মান সাদিক।
আয়মান সাদিক ২০১৫ সালে 10minuteschool প্রতিষ্ঠা করেছেন। এটা এমন এক প্রতিষ্ঠান; যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগীতা বিনামুল্যে দিয়ে থাকে। এবং মাহমুদুল হাসান সোহাগ যিনি যিনি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অন্যতম সেরা উদ্যোগের ভিতরে রয়েছে, রকমারি ডট কম, পাইল্যাবস, অন্যরকম ইলেক্ট্রনিক্স এবং টেকশপ সহ ৭ টি উদ্যোগ।
comments (0)