করোনার এই সময়ে সবাই একটা দম বন্ধ করা অবস্থায় বসবাস করছি। অনিশ্চিত একটা সময়। যারা ছাত্র, শিক্ষার্থী, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, তাদের এই সময়টা বিশেষ ভাবে অনিশ্চিত ও অনাদরে ব্যবহৃত হচ্ছে। লেখাপড়ার একদিকে শিথিলতা, আর একদিকে সময়টাকে কাজে লাগাবার তাগিদ। তাই এই সময়টা যদি ইসলাম ও রাসুল কে জানতে চাই, আত্মস্থ করতে চাই , যারা খুব তথ্যবহুল, গুরুগম্ভীর বই পড়তে অভ্যস্ত নই কিন্তু পড়তে ভালোবাসি তাদের জন্য আবদুল আযীয আল আমান এর “এক গুচ্ছ সীরাত সিরিজ” একদম আদর্শ।
কিশোর বয়সী পাঠকদের জন্য মূলত বইগুলো লেখা হলেও সব বয়সীদের আকৃষ্ট করবে। প্রতিটি রাসূল প্রেমী, সাধারণ মানুষ, সাহিত্য প্রেমী, ইসলামি পাঠক বইগুলো পড়তে পারেন। এই বইগুলো পড়লে নবি জীবনের পাঠের সাথে সাথে আপনি গদ্যের একটা সরল স্বাদ পাবেন এবং এই পাঠ আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ্।
বইগুলো নিয়ে বলেছেন মাসিক রহমত এর সম্পাদক মনযূর আহমাদ
সীরাতে রাসুল-এর বই সমূহ পেতে ভিজিট করুন।
comments (0)