হিসাব না মিললেই বিপদ ! আপনার সিদ্ধান্তের ছোট্ট একটা ভুলের মাশুল হয়তো দিতে হতে পারে সারাটা জীবন। এলোমেলো হয়ে যেতে পারে আপনার যাবতীয় পরিকল্পনা। তাইতো আমাদের এই আয়োজনঃ বাজারে ইতিমধ্যেই ক্যাসিও ক্লাসউইজ এফএক্স ৯৯১ ইএক্স এর অজস্র নকল কপি চলে এসেছে। এত এত নকল ক্যালকুলেটরের ভীড়ে খুব জলদি আসল ক্যালকুলেটর গুলো বাছাই করা প্রায় অসম্ভব যদি না আসল CASIO ক্যালকুলেটর চেনার উপায়গুলো জানা না থাকে! কষ্টার্জিত টাকা দিয়ে আপনি যেন নকল ক্যালকুলেটর ক্রয় করে প্রতারিত না হন এবং আপনার স্বপ্ন পূরণের পথে অন্তত কিছুটা সাহায্য করতে আমরা চেষ্টা করেছি আসল CASIO চেনার উল্লেখযোগ্য উপায়গুলো দেখাতে। আসল সব ক্যালকুলেটর দেখতে ভিজিট করুনঃ http://bit.ly/2Ml9Laj
1 thought on “আসল বনাম ফেক ক্যালকুলেটর । কীভাবে সনাক্ত করবেন ?”
Pingback: সাকসেস ইন স্টুডেন্ট লাইফ - রকমারি ব্লগ