ছোটবেলা থেকে আমরা একাডেমিক পড়াশোনায় ব্যস্ত হয়ে যাই। ভালো গ্রেড বা সি জিপিএ অর্জনের জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা কখনো বুঝে কিংবা কখনো না বুঝে পড়তে থাকি। সরকার কারিগরি শিক্ষার উপর এখন অনেক গুরুত্ব দিলেও অনেকে মনে করেন এই শিক্ষা শুধুমাত্র অকৃতকার্য শিক্ষার্থীর জন্য। কিন্তু আমরা অনেকেই এই শিক্ষার সম্ভাবনার কথা জানি না। যেখানে বিভিন্ন ডিগ্রি অর্জন করেও আমরা একটা ভালো চাকরীর জন্য ইন্টার্ভিউ এর পর ইন্টার্ভিউ বা বিভিন্ন পরীক্ষা দিয়ে যেতে হয় সেখানে কিছু কারিগরি শিক্ষা চাকরীর বাজারে আপনাকে করে তুলতে পারে আকর্ষণীয় কিংবা নিজের উদ্যোক্তা হবার সুপ্ত বাসনাকে করে তুলতে পারে সার্থক।
ইলাস্ট্রেটর
মাথার ভিতর কত আইডিয়া ঘুরপাক খায়। কত ডিজাইন মাথার ভিতর ঘুরে কিন্তু সেগুলো মাথা থেকে বাস্তবে রূপান্তর করতে আপনাকে শিখতে হবে ইলাস্ট্রেটর। নিজের আইডিয়া গুলো বাস্তবে রূপান্তর এবং ভালো করে শিখতে পারলে প্রিন্টিং সেক্টর হয়ে উঠতে পারে আপনার সফল ক্যারিয়ার। বইয়ের কাভার থেকে ব্যানার, পত্রিকা থেকে পোস্টার সব জায়গায় থাকতে পারে আপনার করা অসাধারণ ডিজাইন। এই একটা কাজ আপনার ভাগ্যকে যেমন ঘুরিয়ে দিতে পারে তেমনি কমাতে পারে দেশ থেকে বেকারের সংখ্যা। এই কাজ শিখে আপনি আউটসোর্সিং ও করতে পারেন কিংবা শুরু করতে পারেন নিজের প্রিন্টিং ব্যবসা। এই কাজ শিখতে আপনাকে সাহায্য করতে পারে ইমরান হোসাইন হিমেলের-

এই ডিভিডির মাধ্যমে ঘরে বসেই আপনি শিখে নিতে পারেন এই সেক্টরের যাবতীয় কাজ।
প্রফেশনাল ভিডিও এডিটিং
সময়ের সাথে সাথে আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। আগের দিন গুলোতে আমরা টিভির পর্দায় সিনেমা দেখে মনে হত কি সম্ভব হয়?? এখন ইউটিউবের কল্যাণে আমরা অনেকেই নিজেদের বানানো ভিডিও শেয়ার করে টাকা উপার্জন করতে পারি। এজন্য আপনার প্রয়োজন যথাযথ শিক্ষা। ভিডিও এডিটিং শিখে আন্তর্জাতিক মানের ভিডিও ইডিটর হতে পারেন। এজন্য আপনি রেপটো এডুকেশন সেন্টারের প্রফেশনাল ভিডিও এডিটিং উইথ এডোব প্রিমিয়ার প্রো ডিভিডি কিনে ঘরে বসেই শিখতে পারেন ভিডিও এডিটিং।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
ফেসবুকের পাতায় পাতায় আমরা ঘুরে বেড়াই। মাঝে মাঝে নতুন নতুন ফিচার দেখে অবাক হই। ক্যামন হবে আপনি যদি এমন ওয়েব সাইট বানাতে পারেন এবং এটাই হয়ে উঠবে আপনার আয়ের উৎস?? সময়ের সাথে সাথে প্রত্যেক কোম্পানি এবং প্রতিষ্ঠান ডিজিটালাইজড হয়ে উঠছে। এজন্য প্রত্যেক কোম্পানি তৈরি করছে নিজস্ব ওয়েবসাইট। বেশিরভাগ কোম্পানির আইটি টিম না থাকায় ওয়েবসাইট তৈরি করা থেকে রক্ষণাবেক্ষণের জন্য তাদের নির্ভর করতে হয় ৩য় ব্যক্তির উপর। আপনি খুব সহজেই হয়ে উঠতে পারেন এই ৩য় ব্যক্তি এবং উপার্জন করতে পারেন। এই কাজের জন্য আপনাকে হয়ে উঠতে হবে ওয়েব গুরু। ঘরে বসেই এই কাজ শিখতে আপনি দেখতে পারেন আইটি বাড়ির আবদুল কাদেরের-ওয়েব গুরু: ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল

ফটোশপ সি সি
ছবি তুলতে পছন্দ করেন?? নিজের তোলা ছবি ফেসবুকে দিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছেন। আচ্ছা, এই ছবি তোলাই যদি হয় আপনার ক্যারিয়ার?? হুম, পছন্দের কাজ হয়ে উঠতে পারে আপনার ক্যারিয়ার কিন্তু তার জন্য কাজটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। কর্পোরেট সেক্টরে তাদের চাহিদা অনুযায়ী ছবি তুলে দেওয়া এবং সেই ছবি ইডিট, ডিজাইন, কালার কারেকশন করে দিতে হয়। এজন্য ফটোশপ সি সি জানতে হবে অবশ্যই। ঘরে বসে ফটোশপ সি সি শিখে আপনি হয়ে উঠতে পারেন ফটোশপ এক্সপার্ট। এজন্য ঘরে বসেই শিখে নিতে পারেন ফটোশপ সি সি।

এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
গুগলে যা সার্চ দিচ্ছেন তা এক নিমিষেই চোখের সামনের মনিটরে চলে আসছে। একবার ও কি ভেবেছেন গুগল কিসের ভিত্তিতে কোন ওয়েব পেজ সামনে কিংবা পেছনে দেখাচ্ছে?? এখানেই SEO এর কারসাজি। আজকের দিনে সব কোম্পানিই চায় তাদের ওয়েব পেজ র্যাংকিং এ উপরে রাখতে। এজন্য তারা প্রচুর অর্থ ব্যয় করে নিয়োগ দিচ্ছেন SEO এক্সপার্ট। কাজ শিখে আপনিও চেষ্টা করলে হয়ে উঠতে পারেন একজন SEO এক্সপার্ট। ঘরে বসে এই কাজ দেখে দেখে শিখতে কিনতে পারেন পূর্ণাঙ্গ রূপে SEO শেখা এবং অনলাইনে আয়

সময়ের সাথে সাথে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে আর তারই সাথে আমরা। আগের সময়ে যে কাজ করতাম এখন সেই কাজ সময়ের অপচয় মনে হয় তাই সময়ের সাথে সাথে আমাদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে, শিখে নিতে হবে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নইলে কপালের দোষ দেওয়া ছাড়া অবশিষ্ঠ থাকবে না কিছুই।
আরও পড়ুনঃ
যে ১০ জনের জীবনী আপনার জীবন পাল্টে দিতে পারে !
যে ১০ কারনে হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা বইটি আপনার অবশ্যই পড়া উচিত