সিনেমা তৈরি ইতিহাসের শুরু থেকে অনেক বইয়ের গল্প-কাহিনিকে উপজীব্য করে বিখ্যাত সব ছবি তৈরি হয়ে আসছে। বাংলা চলচ্চিত্রও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে প্রায় ধারাবাহিকভাবে প্রতিবছর বইয়ের গল্প-কাহিনি থেকে সিনেমা বানানো হচ্ছে। অনেক পরিচালক মনে করেন, বই থেকে গল্প নেয়া মানে নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা পাওয়া। এর প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক পুরস্কার, জাতীয় পুরস্কারসহ অন্য যেকোনো পুরস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রের দিকে তাকালে।
যদিও বইয়ের কাহিনী থেকে সিনেমা বানানো খুব একটা সহজ নয়। গল্পের মতো হুবহু সবকিছু দেখালে সিনেমার সার্থকতা পাওয়া যায় না। প্রচলিত গল্পের সাথে পরিচালকের মুন্সিয়ানার সমন্বয় ঘটলেই সিনেমা সার্থক হয়ে ওঠে। তবে বই পড়া এবং সিনেমা দেখার আনন্দের মধ্যে পার্থক্য আছে। দুটোর ফ্লেভার দুরকম। আপনি চাইলে দুটোর অভিজ্ঞতাই নিতে পারেন। বাংলাসাহিত্যের যেসব বই থেকে সিনেমা বানানো হয়েছে সেসব কয়েকটি বই ও সিনেমার সাথে পরিচয় হয়ে নিন।
এক.
সিনেমা- তিতাস একটি নদীর নাম
মুক্তি- ১৯৭৩
পরিচালক- ঋত্বিক ঘটক
অভিনয়ে- গোলাম মুস্তাফা, কবরী চৌধুরী, রোজী সামাদ, প্রবীর মিত্র প্রমুখ।
এক.
বই- চরিত্রহীন
সিনেমা- চরিত্রহীন
মুক্তি- ১৯৭৫
পরিচালক- বেবী ইসলাম
অভিনয়ে- মীনা কুমারী, ফরহাদ, প্রবীর মিত্র প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুইটি বিভাগে পুরস্কার অর্জন করে।
দুই.
বই- দেবদাস
সিনেমা- দেবদাস
মুক্তি- ১৯৮২ (১ম সংস্করণ), ২০১৩ (২য় সংস্করণ)
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে (১ম সংস্করণ)- বুলবুল আহমেদ, কবরী, সারোয়ার, আনোয়ারা, রহমান, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা প্রমুখ।
অভিনয়ে (২য় সংস্করণ)- সাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
তিন.
বই- বড় বাড়ির মেয়ে
সিনেমা- বড় বাড়ির মেয়ে
মুক্তি- ১৯৮২
পরিচালক- আবদুস সামাদ খোকন
অভিনয়ে- ববিতা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, কাজরী, সুচন্দা প্রমুখ।
চার.
বই- চন্দ্রনাথ
সিনেমা- চন্দ্রনাথ
মুক্তি- ১৯৮৪
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- রাজ্জাক, দোয়েল, সুচন্দা, গোলাম মুস্তাফা, সিরাজুল ইসলাম প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার ও শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করে।
পাঁচ.
বই- রামের সুমতি
সিনেমা- রামের সুমতি
মুক্তি- ১৯৮৫
পরিচালক- শহিদুল আমীন
অভিনয়ে- জয়, ববিতা, প্রবীর মিত্র, সুচন্দা, রওশন জামিল, সাইফুদ্দিন প্রমুখ।
পুরস্কার- এই চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয়ের জন্য জয় শ্রেষ্ঠ শিশু শিল্পী ও তার বউদি চরিত্রে অভিনয়ের জন্য ববিতা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
ছয়.
বই- বৈকুণ্ঠের উইল
সিনেমা- সৎ ভাই
মুক্তি- ১৯৯৫
পরিচালক- রাজ্জাক
অভিনয়ে- রাজ্জাক, বাপ্পা রাজ, শ্রীলেখা মিত্র প্রমুখ।
সাত.
বই- শুভদা
সিনেমা- শুভদা
মুক্তি- ১৯৮৬
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- রাজ্জাক, বুলবুল আহমেদ, জিনাত, আনোয়ারা প্রমুখ।
আট.
বই- পরিনীতা
সিনেমা- পরিনীতা
মুক্তি- ১৯৮৬
পরিচালক- আলমগীর কবির
অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা রহমান, আশীষ কুমার লোহ প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি ১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার লাভ করে। এছাড়া বাচসাস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক ও প্রধান দুই অভিনয়ের পুরস্কারসহ সাতটি পুরস্কার লাভ করে।
নয়.
সিনেমা- রাজলক্ষ্মী শ্রীকান্ত
মুক্তি- ১৯৮৭
পরিচালক- বুলবুল আহমেদ
অভিনয়ে- শাবানা, বুলবুল আহমেদ, প্রবীর মিত্র, নূতন, আবুল খায়ের প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি অভিনয় ( শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা ও শ্রেষ্ঠ শিশু শিল্পী) ও একটি সঙ্গীত (শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী) বিভাগে মোট চারটি পুরস্কার অর্জন করে এবং বাচসাস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১১টি বিভাগে পুরস্কার লাভ করে।
দশ.
বই- বিরাজ বউ
সিনেমা- বিরাজ বউ
মুক্তি- ১৯৮৮
পরিচালক- মহিউদ্দিন ফারুক
অভিনয়ে- ববিতা, ফারুক প্রমুখ।
এগারো.
বই- বৈকুণ্ঠের উইল
সিনেমা- সন্তান যখন শত্রু
মুক্তি- ২০০১
পরিচালক- রাজ্জাক
অভিনয়ে- রাজ্জাক, ফেরদৌস, পূর্ণিমা, খলিল, বাপ্পারাজ প্রমুখ।
বারো.
বই- বিন্দুর ছেলে
সিনেমা- বিন্দুর ছেলে
মুক্তি- ২০০৬
পরিচালক- মুশফিকুর রহমান গুলজার
অভিনয়ে- ফেরদৌস, মৌসুমি, দিতি প্রমুখ।
এক.
বই- সারেং বউ
সিনেমা- সারেং বউ
মুক্তি- ১৯৭৮
পরিচালক- আব্দুল্লাহ আল মামুন
অভিনয়ে- ফারুক, কবরী, আরিফুল হক, জহিরুল হক, বিলকিস, বুলবুল ইসলাম, ডলি চৌধুরী প্রমুখ।
বই- নিরক্ষর স্বর্গে
সিনেমা- নয়নমণি
মুক্তি- ১৯৭৬
পরিচালক- আমজাদ হোসেন
অভিনয়ে- ফারুক, ববিতা প্রমুখ।
দুই.
সিনেমা- গোলাপী এখন ট্রেনে
মুক্তি- ১৯৭৮
পরিচালক- আমজাদ হোসেন
অভিনয়ে- ববিতা, ফারুক, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
পুরস্কার- জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র (১৯৭৮) লাভ করে।
তিন.
বই- অবেলা সময়
সিনেমা- জয়যাত্রা
মুক্তি- ২০০৪
পরিচালক- তৌকির আহমেদ
অভিনয়ে- বিপাশা হায়াত, আজিজুল হাকিম , মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি,
তারিক আনাম খান, আবুল হায়াত, মেহবুবা মাহনূর চাঁদনী প্রমুখ।
পুরস্কার- ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পরিচালক তৌকির আহমেদ
২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার লাভ করেন। এছাড়া ছবিটি শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার লাভ করে।
চার.
বই- কাল সকালে
সিনেমা- কাল সকালে
মুক্তি- ২০০৪
পরিচালক- আমজাদ হোসেন
অভিনয়ে- ফেরদৌস, শাবনূর, দিতি, অবন্তী, এস এ হোক অলিক ও চ্যালেঞ্জার।
এক.
বই- সূর্য দীঘল বাড়ী
সিনেমা- সূর্য দীঘল বাড়ী
মুক্তি- ১৯৭৯
পরিচালক- মসিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী
অভিনয়ে- ডলি আনোয়ার, রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
পুরস্কার- সূর্য দীঘল বাড়ী ছবিটি ১৯৮০ সালের ম্যানহেইম চলচ্চিত্র উৎসব, জার্মানিতে অংশগ্রহণ করে এবং তিনটি বিভাগে পুরস্কারসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচচাস পুরস্কার লাভ করে।
বই- বিষবৃক্ষ
সিনেমা- বিরহ ব্যথা
মুক্তি- ১৯৮৯
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- রাজ্জাক, সোহেল চৌধুরী, চম্পা প্রমুখ।
এক.
বই- শঙ্খনীল কারাগার
সিনেমা- শঙ্খনীল কারাগার
মুক্তি- ১৯৯২
পরিচালক- মুস্তাফিজুর রহমান
অভিনয়ে- ডলি জহুর, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, চম্পা প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
দুই.
বই- আগুনের পরশমণি
সিনেমা- আগুনের পরশমণি
মুক্তি- ১৯৯৪
পরিচালক- হুমায়ূন আহমেদ
অভিনয়ে- বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।
পুরস্কার- বাংলাদেশ সরকারের অনুদানের ছবি আগুনের পরশমণি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
তিন.
বই- শ্রাবণ মেঘের দিন
সিনেমা- শ্রাবণ মেঘের দিন
মুক্তি- ১৯৯৯
পরিচয়- হুমায়ূন আহমেদ
অভিনয়ে- জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মোস্তফা, সালেহ আহমেদ ও ডাঃ এজাজ প্রমুখ।
চার.
বই- দুই দুয়ারী
সিনেমা- দুই দুয়ারী
মুক্তি- ২০০০
পরিচালক- হুমায়ূন আহমেদ
অভিনয়ে- রিয়াজ, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, ডাঃ এজাজ, মাসুদ আলী খান, নাসিমা খান, শবনম পারভীন, আমিরুল হক চৌধুরী, নাসিমা নাজমিন প্রমুখ।
পুরষ্কার- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা- রিয়াজ (২০০০), বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী- সাবিনা ইয়াসমিন (২০০০), মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করে।
পাঁচ.
বই- চন্দ্রকথা
সিনেমা- চন্দ্রকথা
মুক্তি- ২০০৩
পরিচালক- হুমায়ূন আহমেদ
অভিনয়ে- ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, আসাদুজ্জামান নূর, আহমদ রুবেল প্রমুখ।
পুরস্কার- আহমদ রুবেল এবং শাওন ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচনা পুরস্কার শাখায় যথাক্রমে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন।
ছয়.
বই- শ্যামল ছায়া
সিনেমা- শ্যামল ছায়া
মুক্তি- ২০০৪
পরিচালক- হুমায়ূন আহমেদ
অভিনয়ে- হুমায়ুন ফরীদি, মেহের আফরোজ শাওন, শিমুল – জনৈক ইঞ্জিনিয়ার
রিয়াজ, স্বাধীন খসরু, সৈয়দ আখতার আলী, তানিয়া আহমেদ, আহমেদ রুবেল, এজাজুল ইসলাম,ফারুক আহমেদ, শামীমা নাজনীন, জেসমিন পারভেজ প্রমুখ।
পুরস্কার- এই ছবিটি ২০০৬ সালে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়েছিল।
সাত.
বই- পুতুল
সিনেমা- দূরত্ব
মুক্তি- ২০০৪
পরিচালক- মোরশেদুল ইসলাম
অভিনয়ে- হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, হাকিম ফেরদৌস, আখতার হোসেন, দেলোয়ার হোসেন, ওয়াহিদা মল্লিক জলি, শহিদুল আলম সাচ্চু ও তানিয়া প্রমুখ।
পুরস্কার- ছবিটি ২০০৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
আট.
বই- নন্দিত নরকে
সিনেমা- নন্দিত নরকে
মুক্তি- ২০০৬
পরিচালক- বেলাল আহমেদ
অভিনয়ে- ফেরদৌস, সুমনা সোমা, মনির খান শিমুল, লিটু আনাম প্রমুখ।
নয়.
বই- দারুচিনি দ্বীপ
সিনেমা- দারুচিনি দ্বীপ
মুক্তি- ২০০৭
পরিচালক- তৌকির আহমেদ
অভিনয়ে- রিয়াজ, জাকিয়া বারী মম, মোশাররফ করিম, মামনুন হাসান ইমন, আফসানা আরা বিন্দু, আবদুল্লাহ আল মামুন,আসাদুজ্জামান নূর, আবুল হায়াত প্রমুখ।
পুরস্কার- এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এছাড়াও সেরা অভিনেতা শাখায় পুরস্কার জিতে নেন রিয়াজ এবং অভিনেত্রী শাখায় জাকিয়া বারী মম।
দশ.
বই- সাজঘর
সিনেমা- সাজঘর
মুক্তি- ২০০৭
পরিচালক- শাহ আলম কিরণ
অভিনয়ে- মান্না, মৌসুমী, নিপুণ প্রমুখ।
এগারো.
বই- জনম জনম
সিনেমা- নিরন্তর
মুক্তি- ২০০৬
পরিচালক- আবু সাইয়িদ
অভিনয়ে- শাবনূর, ইলিয়াস কাঞ্চন, আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, লিটু আনাম, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
পুরস্কার- আবু সাইয়ীদ চলচ্চিত্রটির জন্য কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার এবং গোয়ায় অনুষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি ও গোল্ডেন ক্রো পীজেন্ট পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
বারো.
বই- আমার আছে জল
সিনেমা- আমার আছে জল
মুক্তি- ২০০৮
পরিচালক- হুমায়ূন আহমেদ
অভিনয়ে- ফেরদৌস, মীম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, পিযুস বন্দোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডাক্তার এজাজ আহমেদ।
তেরো.
বই- প্রিয়তমেষু
সিনেমা- প্রিয়তমেষু
মুক্তি- ২০০৯
পরিচালক- মোরশেদুল ইসলাম
অভিনয়ে- আফসানা মিমি ও সোহানা সাবা, তৌকির আহমেদ, আরমান পারভেজ মুরাদ, গাজী রাকায়েত, হুমায়ুন ফরীদিসহ আরো অনেকে।
পুরস্কার- চলচ্চিত্রটি ২০১২ সালের ২০ মে সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি ২০১১ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একটি বিভাগে পুরস্কার অর্জন করে। এছাড়া ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে।
চৌদ্দ.
সিনেমা- অনিল বাগচীর একদিন
মুক্তি- ২০১৫
পরিচালক- মোরশেদুল ইসলাম
অভিনয়ে- আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, এবং মিশা সওদাগর।
পনেরো.
বই- কৃষ্ণপক্ষ
সিনেমা- কৃষ্ণপক্ষ
মুক্তি- ২০১৬
পরিচালক- মেহের আফরোজ শাওন
অভিনয়ে- রিয়াজ, মাহী, ফেরদৌস প্রমুখ।
ষোল.
বই- দেবী
সিনেমা- দেবী
মুক্তি- ২০১৮
পরিচালক- আনম বিশ্বাস
অভিনয়ে- জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া প্রমুখ।
এক.
বই- পদ্মা নদীর মাঝি
সিনেমা- পদ্মা নদীর মাঝি
মুক্তি- ১৯৯৩
পরিচালক- গৌতম ঘোষ
অভিনয়ে- আসাদ, চম্পা, রূপা ব্যানার্জী, উৎপল দত্ত প্রমুখ।
পুরস্কার- জাতীয় চলচ্চিত্র পুরষ্কার- সেরা ফিচার ছবি (১৯৯৪)
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার- দ্বিতীয় সেরা ফিচার ছবি (১৯৯৪)
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার- সেরা পরিচালক-গৌতম ঘোষ (১৯৯৪)।
এক.
সিনেমা- পোকামাকড়ের ঘরবসতি
মুক্তি- ১৯৯৬
পরিচালক- মো:আখতারুজ্জামান
অভিনয়ে- খালেদ খান, ববিতা, আলমগীর প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
দুই.
সিনেমা- হাঙ্গর নদী গ্রেনেড
মুক্তি- ১৯৯৭
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- সুচরিতা, সোহেল রানা, অরুনা বিশ্বাস, অন্তরা, ইমরান, দোদুল ও আশিক প্রমুখ।
পুরস্কার- ২২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
তিন.
বই- হৃদয় ও শ্রমের গল্প
সিনেমা- চার সতীনের ঘর
মুক্তি- ২০০৫
পরিচালক- নারগিস আক্তার
অভিনয়ে- আলমগির, শাবনূর, ময়ূরী, ববিতা, দিতি প্রমুখ।
এক.
সিনেমা- কখনো মেঘ কখনো বৃষ্টি
মুক্তি- ২০০৩
পরিচালক- মৌসুমী
অভিনয়ে- মৌসুমী, ফেরদৌস, রাজ্জাক, ববিতা, হুমায়ুন ফরীদি, শহিদুল আলম সাচ্চু, শাবন ও জেসমিন পারভেজ।
দুই.
বই- মেঘের পরে মেঘ
সিনেমা- মেঘের পরে মেঘ
মুক্তি- ২০০৪
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- রিয়াজ, পূর্ণিমা, মাহফুজ আহমেদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
তিন.
বই- মহাপ্রলয়
সিনেমা- ধ্রুবতারা
মুক্তি- ২০০৬
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- ফেরদৌস, মৌসুমি, প্রমুখ।
চার.
বই- মধুমতি
সিনেমা- মধুমতি
মুক্তি- ২০১১
পরিচালক- শাহজাহান চৌধুরী
অভিনয়ে- রিয়াজ, চৈতী, ইলোরা গহর, শহিদুল আলম সাচ্চু, সাবেরী আলম প্রমুখ।
পাঁচ.
বই- একাত্তরের নিশান
সিনেমা- একাত্তরের নিশান
মুক্তি- ২০১৬
পরিচালক- তাহের শিপন
অভিনয়ে- রাসেল, শাহাদাত, মুনিরা মিঠু, ফজলুর রনমান বাবু, দীপক কর্মকার, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার এবং সেরা জামান।
এক.
বই- শাস্তি
সিনেমা- শাস্তি
মুক্তি- ২০০৪
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ, পূর্ণিমা, শহিদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান, নাসরিনসহ আরো অনেকে।
পুরস্কার- শাস্তি ছবিটি ২০০৬ সালে ৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকায় , একটি বিভাগে পুরস্কার লাভ করে। এটি ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর মোট দুটি বিভাগে পুরস্কার লাভ করে।
দুই.
বই- সুভা
সিনেমা- সুভা
মুক্তি- ২০০৬
পরিচালক- চাষী নজরুল ইসলাম
অভিনয়ে- পূর্ণিমা, শাকিব খান, তুষার খান, সুজাতা, সালেহ আহমেদ প্রমুখ।
পুরস্কার- লাক্স চ্যানেল আই পারফরমেন্স পুরস্কার লাভ করে।
তিন.
বই- কাবুলীওয়ালা
সিনেমা- কাবুলীওয়ালা
মুক্তি- ২০০৬
পরিচালক- কাজী হায়াত
অভিনয়ে- মান্না, প্রার্থনা ফারদিন দিঘী, সুব্রত বড়ুয়া, দোয়েল, ব্ল্যাক আনোয়ার প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি ২০০৬ সালের ৪ আগস্ট বাংলাদেশে মুক্তি পায়। মিনি চরিত্রে অভিনয়ের জন্য দিঘী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কার লাভ করে।
চার.
বই- সমাপ্তি
সিনেমা- অবুঝ বউ
মুক্তি- ২০১০
পরিচালক- নারগিস আক্তার
অভিনয়ে- প্রিয়াংকা, ববিতা, ফেরদৌস আহমেদ, শাকিল খান, নিপুণ আক্তার, ওয়াহিদা মল্লিক জলি, অমল বোস প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি ৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
পাঁচ.
বই- নষ্টনীড়
সিনেমা- চারুলতা
মুক্তি- ২০১২
পরিচালক- সাইফুল ইসলাম মান্নু
অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, মিতা নূর, সজল, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
ছয়.
বই- হঠাৎ দেখা
সিনেমা- হঠাৎ দেখা
মুক্তি- ২০১৭
পরিচালনা- রেশমি মিত্র ও সাহাদাত হোসেন
অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, হিমি, মুনিরা ইউসুফ মেমি, ওয়াসেক ইমাদ, মনি তালুকদার ও মোহাম্মদ রাজিউল ইসলাম খান, দেবশ্রী রয়, দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শংকর চক্রবর্তী, তুলিকা বসু ও সাধন বাগচি।
সাত.
বই- দুই বোন
সিনেমা- তুমি রবে নীরবে
মুক্তি- ২০১৭
পরিচালক- মাহবুবা ইসলাম সুমি
অভিনয়ে- ভাস্বর চ্যাটার্জী, অমৃতা চট্টোপাধ্যায়, ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ।
এক.
সিনেমা- বসুন্ধরা
মুক্তি- ১৯৭৭
পরিচালক- সুভাষ দত্ত
অভিনয়ে- ববিতা, ইলিয়াস কাঞ্চন, নূতন, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ প্রমুখ।
পুরস্কার- চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট ৬টি বিভাগে পুরস্কার অর্জন করে।
এক.
বই- লাল সালু
সিনেমা- লাল সালু
মুক্তি- ২০০১
পরিচালক- তানভীর মোকাম্মেল
অভিনয়ে- তৌকির আহমেদ, চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল, মুনিরা ইউসুফ মেনী, আলী জাকের প্রমুখ।
পুরস্কার- ছবিটি একাধিক জাতীয় পুরস্কার লাভ করে।
এক.
বই- একজন সঙ্গে ছিল
সিনেমা- একজন সঙ্গে ছিল
মুক্তি- ২০০৭
পরিচালক- শওকত জামিল
অভিনয়ে- মৌসুমী, রিয়াজ, আসিফ ইকবাল, কাজী হায়াৎ, সিরাজ হায়দার, নাসিমা খান প্রমুখ।
পুরস্কার- একজন সঙ্গে ছিল চলচ্চিত্রটি বাচসাস পুরস্কার ২০০৮-এর মোট তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
দুই.
বই- নিষিদ্ধ লোবান
সিনেমা- গেরিলা
মুক্তি- ২০১১
পরিচালক- নাসির উদ্দিন ইউসুফ
অভিনয়ে- জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
পুরস্কার- ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১১-এ নেটপ্যাক পুরস্কার জিতে
এক.
বই- বিদ্রোহী পদ্মা
সিনেমা- বিদ্রোহী পদ্মা
মুক্তি- ২০০৬
পরিচালক- বাদল খন্দকার
অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ, পপি, শামস সুমন ও শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
এক.
বই- রানীঘাটের বৃত্তান্ত
সিনেমা- চন্দ্রগ্রহণ
মুক্তি- ২০০৮
পরিচালক- মুরাদ পারভেজ
অভিনয়ে- রিয়াজ, সোহানা সাবা, চম্পা, দিলারা জামান, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
পুরস্কার- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, বাচসাস চলচ্চিত্র ও সংস্কৃতি পুরস্কার লাভ করে।
দুই.
বই- গাছটি বলেছিল
সিনেমা- বৃহন্নলা
মুক্তি- ২০১৪
পরিচালক- মুরাদ পারভেজ
অভিনয়ে- ফেরদৌস আহমেদ, সোহানা সাবা, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার প্রমুখ।
পুরস্কার- ১৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।
এক.
বই- দীপু নাম্বার টু
সিনেমা- দীপু নাম্বার টু
মুক্তি- ১৯৯৬
পরিচালক- মোরশেদুল ইসলাম
অভিনয়ে- আরুণ, বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা, শুভাশীষ এবং আরও অনেকে।
দুই.
বই- আমার বন্ধু রাশেদ
সিনেমা- আমার বন্ধু রাশেদ
মুক্তি- ২০১১
পরিচালক- মোরশেদুল ইসলাম
অভিনয়ে- কাওসার আবেদিন, চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, রায়ান ইবতেশাম চৌধুরী, ইনামুল হক আরও অনেকে।
তিন.
বই- কাজলের দিনরাত্রি
সিনেমা- কাজলের দিনরাত্রি
মুক্তি- ২০১৩
পরিচালক- সজল খালেদ।
অভিনয়ে- তারিন, ইরেশ যাকের, আশেক হোসেন তন্ময় কাজল, আফজাল হোসেন আরও অনেকে।
চার.
বই- আঁখি ও আমরা ক’জন
সিনেমা- আঁখি ও তার বন্ধুরা
মুক্তি- ২০১৭
পরিচালক- মোরশেদুল ইসলাম
অভিনয়ে- জাহিন, সুর্বণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে।
এক.
সিনেমা- আত্মদান
মুক্তি- ২০১২
পরিচালক- শাহজাহান চৌধুরী
অভিনয়ে- নীরব, নিপুণসহ আরও অনেকে।
দুই.
বই- আয়না কাহিনী
সিনেমা- আয়না কাহিনী
মুক্তি- ২০১৩
পরিচালক- রাজ্জাক
অভিনয়ে- সম্রাট, কেয়াসহ আরও অনেকে।
তিন.
বই- লালচর
সিনেমা- লালচর
মুক্তি- ২০১৫
পরিচালক- নাদের চৌধুরী
অভিনয়ে- আনিসুর রহমান মিলন, মোহনা মীম, মাসুম আজিজ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
চার.
সিনেমা- মেয়েটি এখন কোথায় যাবে
মুক্তি- ২০১৭
পরিচালক- নাদের চৌধুরী
অভিনয়ে- শাহরিয়াজ, কৃষ্ণকলি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।
পুরস্কার- এ চলচ্চিত্রটি ৪টি বিভাগে ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
এক.
বই- উত্তরের খেপ
সিনেমা- উত্তরের খেপ
মুক্তি- ২০০০
পরিচালক- শাহজাহান চৌধুরী
অভিনয়ে- চম্পা, মান্না, আনোয়ারা, খলিল উল্লাহ খান, পীযুষ বন্দোপাধ্যায় প্রমুখ।
এক.
বই- মেহের নেগার
সিনেমা- মেহের নেগার
মুক্তি- ২০০৫
পরিচালক- গুলজার ও মৌসুমী
অভিনয়ে- মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র রিনা খান, নাদেস্র চৌধুরী, সহিদুল আমল সাচ্চু, রেহানা জলি প্রমুখ।
দুই.
বই- রাক্ষুসী
সিনেমা- রাক্ষুসী
মুক্তি- ২০০৬
পরিচালক- মতিন রহমান
অভিনয়ে- ফেরদৌস, রোজেনা,পূর্ণিমাসহ আরও অনেকে।
তিন.
বই- অতৃপ্ত বাসনা
সিনেমা- প্রিয়া তুমি সুখী হও
মুক্তি- ২০১৪
পরিচালক- গীতালি হাসান
শেষ ১ বছরের রকমারির বেস্টসেলার বইসমূহ-
আরও পড়ুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম কেন ‘তারাশঙ্কর’ জানেন কি?
2 thoughts on “বাংলা সাহিত্যের যেসব বই থেকে সিনেমা বানানো হয়েছে”
Pingback: কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহঃ এক সাহিত্যিকের অজানা জীবন ! - রকমারি ব্লগ
Pingback: কলমের ইতিবৃত্ত - রকমারি ব্লগ