অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের উপস্থাপনায় রকমারির নিয়মিত আয়োজন “বইকথা” অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ঝংকার মাহবুব। ঝংকার মাহবুব, যিনি শিকাগোর নিলসেন কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছেন। তারা কথা বলেছেন উদ্যোক্তাদের সাথে ট্র্যাডিশনাল বিজনেসের পার্থক্য এবং উদ্যোক্তাদের কি ধরণের বই পড়া উচিৎ। সেইসাথে যদি ১ টি বই পড়ার কথা বলা হয় তাহলে কোন বইটা পড়বে? আর বাকীটুকু না হয় শুনেই নিলেন।
comments (0)