সুখ জিনিসটা কী? প্রশান্তি কাকে বলে?
গাড়ি-বাড়ি থাকলেই কি সুখী হওয়া যায়? বস্তু কি কখনো ভালোবাসা রিটার্ন করে? ধরুন আপনি আপনার সেল ফোনটার খুব যত্ন করেন, বাট সেল ফোনটা আপনার ফিলিংস আপনার ভালোবাসা বুঝবে, বা সেটা কি রিটার্ন করবে?
আচ্ছা ধরুন আপনি কোন দরিদ্র মানুষকে দান করলেন, বা অন্য কোনোভাবে কাউকে সাহায্য করলেন, তার কাছে কি সেই সাহায্যের প্রতিদান আশা করবেন? আপনি যাকে সাহয্য করছেন তার জন্য কি উত্তম কোনো প্রতিদান রয়েছে আপনার জন্য? যদি সেটা থেকেই থাকে তবেই কি সেই ব্যক্তিকেই রিটার্ন করতে হবে? এমন অনেক প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে।
লেখক আশীফ এন্তাজ রবির বই সমূহ………।।
পূর্বপুরুষ , চন্দ্রমুখী , পালিয়ে যাবার পরে , কাগজের নৌকা
comments (0)